ABC Radio

Pages

Monday 1 June 2015

আমরা সাধারনত পিসি অথবা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে
থাকি।
যেমনঃ উইন্ডোজ ৯৫ , ৯৮ , ২০০০মি , এক্সপি , ভিসতা , ৭ ,৮.১ অথবা ১০।
কিন্তু সব সময় আমার লিনাক্স এর উপর আগ্রহ বেশী ছিল।
লিনাক্স কি এটি একটি কার্নেল।(অপেন সোর্স)
এর বেশী আপাদত লেখার দরকার মনে করলাম না তাই লিখলাম না।
শুধু এটুকু বলতে পারি উইন্ডোজ থেকে লিনাক্সের জনপ্রিয়তা বেশী।
এর একটি জ্বলন্ত প্রমান হয়তো আপনার কাছেই আছে আর তা হলো আপনার শখের এন্ড্রোয়েড ডিভাইসটি। একবার নিজেই ভেবে দেখুন আপনার মতে এ্যান্ড্রোয়েডের সারা বিশ্বে জনপ্রিয়তা কেমন তাহলেই হবে।
লিনাক্সের অনেক ডিস্ট্রো আছে কিন্তু আমি আজ অ্যান্ড্রোয়েডের জন্য লিনাক্সের সব থেকে ছোট
ডিস্ট্রো নিয়ে হাজির হলাম।
যা সহজেই আপনার অ্যান্ড্রোয়েড থেকেই চালাতে পারবেন।

যাদের পিসি নেই তারা মোবাইলে আজ থেকে পিসি হিসাবে ব্যবহার করতে পারবেন।
যা লাগবেঃ
১।আপনার অ্যান্ড্রোয়েড এর র‍্যাম ১জিবি হলে ভাল এর থেকে কম (৫১২র‍্যাম)
হলে লেগ করবে কিন্তু
 চালানো যাবে।

প্রথমে লিমবো অ্যাপটি ইন্সটল করে ফেলুন।
তারপর লিনাক্স ডিস্ট্রোটি ডাউনলোড করে যেখানে রেখেছেন তার ডিরেক্টরি মনে রাখুন।
এবার লিমবো অ্যাপটি অপেন করুন।
অপেন করলে নিচের মত আসবে।
 :arrow: I Acknowledge এ ক্লিক বা প্রেস করুন।
 :arrow: install লেখাটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
 :arrow: এখন Load VM: এ গিয়ে New সিলেক্ট করুন।এবং আপনার পছন্দমত একটা নাম দিয়ে ক্রিয়েট করুন।
 :arrow: এবার Start বাটনে টাচ করুন।আর অপেক্ষা করুন লিনাক্সটি রান না হওয়া পর্যন্ত।
 :arrow: এরকম আসলে বুঝে নিতে হবে অপেক্ষার সময় শেষের দিকে।
 :arrow: এই নিন নিজেই দেখুন Dam Small Linux আমার মোবাইলে চলতেছে।আরো কিছু দেখুন।
 :-P আজকে শুধু dsl চালানো দেখালাম ।
 :arrow: এতে আপনি ডিএস এল এর সকল অ্যাপ্স চালাতে পারবেন।
যেমন এর ফিচারে মজিলা ফায়ারফক্স সহ আরও ভাল কিছু সফটওয়্যার বিদ্যমান আছে।
তবুও আপনি চাইলে নতুন কিছু ডাউনলোড করে নিতে পারবেন।
 :arrow: এবং এটি চালাতে রুট থাকতে হবেনা ।
 :arrow: আপনার এন্ড্রোয়েড ডিভাইসটি আনরুট থাকলেও চলবে।
 :arrow: এই প্রক্রিয়াটি আপনার ডিভাইসের অন্যান্য এ্যাপ এর মতো চলবে।
তাই দুশ্চিন্তা করার দরকার নেই।
আপনারা চাইলে উইন্ডোজ অথবা লিনাক্স নিয়ে আরো টিউন করতে রাজী আছি।
তবে আমার একটা শর্ত রইল তা হলো কমেন্টস করেঃ
 উৎসাহ দেওয়া আর নয়তো আমাকে এই রকম টিউন থেকে
বিরত করে দেওয়া অথবা কোন প্রকার সাহায্যের প্রয়োজন মনে করলে জানানো।
একটা কথা "মানুষ মাত্রই ভুল হয়" ।
তাই কোন ভুল হয়ে থাকলে ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ থেকে কপি পেস্টকে না বলুন এবং যারা কপি করে নিজের নামে চালিয়ে দেয় তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন।

No comments:

Post a Comment