ABC Radio

Pages

Saturday 5 September 2015

পেনড্রাইভের ধারণক্ষমতা বাড়ানো

তথ্যধারণের অন্যতম মাধ্যম পেনড্রাইভ। আকারে ছোট এ ডিভাইসটি দিয়ে সহজে তথ্য স্থানান্তরের সুবিধা থাকায় এটি বেশ জনপ্রিয়। তবে ধারণক্ষমতা তুলনামূলক কম হওয়ায় অনেক সময় বেশ জটিলতার মুখোমুখি হতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করে পেনড্রাইভের ধারণক্ষমতা কিছুটা বাড়ানো যায়।

Monday 1 June 2015

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। টেক টিওন এ অনেক গুলো পোস্ট করেছি কিন্তু কষ্টের বিষয় হল সবগুলো পোস্ট ই পেন্ডিং আছে। আসলে কোন নীতিমালার ভঙ্গের জন্য বাতিল হল টা যদি জানতে পারতাম তাহলে সেটা বাদ দিতে পারতাম। যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি আন্দ্রয়েড এপস নিয়ে, যেটা দিয়ে আপনি কোনকিছু ডাওনলোড করলে আপনার মোবাইল এ ডলার ইনকাম হবে। আর সেই ডলার আপনি অনলাইন কেনাকাটায় অথবা পেপাল এ ব্যাবহার করতে পারবেন।
আমরা সাধারনত পিসি অথবা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে
থাকি।
যেমনঃ উইন্ডোজ ৯৫ , ৯৮ , ২০০০মি , এক্সপি , ভিসতা , ৭ ,৮.১ অথবা ১০।
কিন্তু সব সময় আমার লিনাক্স এর উপর আগ্রহ বেশী ছিল।
লিনাক্স কি এটি একটি কার্নেল।(অপেন সোর্স)
এর বেশী আপাদত লেখার দরকার মনে করলাম না তাই লিখলাম না।
শুধু এটুকু বলতে পারি উইন্ডোজ থেকে লিনাক্সের জনপ্রিয়তা বেশী।
এর একটি জ্বলন্ত প্রমান হয়তো আপনার কাছেই আছে আর তা হলো আপনার শখের এন্ড্রোয়েড ডিভাইসটি। একবার নিজেই ভেবে দেখুন আপনার মতে এ্যান্ড্রোয়েডের সারা বিশ্বে জনপ্রিয়তা কেমন তাহলেই হবে।
লিনাক্সের অনেক ডিস্ট্রো আছে কিন্তু আমি আজ অ্যান্ড্রোয়েডের জন্য লিনাক্সের সব থেকে ছোট
ডিস্ট্রো নিয়ে হাজির হলাম।
যা সহজেই আপনার অ্যান্ড্রোয়েড থেকেই চালাতে পারবেন।
FIA – CAT – ACCA  এই গুলো হলো একাউন্টিং এর উচ্চ কোর্স গুলোর অন্যতম . আশা করি এই টিউন টি আপনাদের কাজে লাগবে . এডু টিউন স এ তেমন কেও আগ্রহ ভরে টিউন করে না .কিন্তু যারা করেছেন তাদের টিউন গুলি অনেক প্রয়জনীয় ..টিউন কম হয়  বিধায় অনেক স্টুডেন্ট তাদের প্রয়োজনীয় ইনফরমেশন পায় না .তাই  টিউনার দের অনুরুধ করছি এডু টিউন স এ প্রয়োজনীয় ইনফরমেশন ও আপডেট সংবলিত টিউন করতে .এখন কাজের কথায় আশা যাক ...............
 

ডাচ্-বাংলা ব্যাংক এর এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৫ এর জন্য অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন এখান থেকে




ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় ১১তম পর্যায়ে ২০১৫ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী  শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে ডাচ্-বাংলা ব্যাংক।

এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করুন Share It এর চেয়ে তিনগুন বেশি স্পিডে


এস এস সি’র রেজাল্ট পুনঃমূল্যায়নের আবেদন করবেন যেভাবে



আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভালো আছেন, আল্লাহ্‌র রহমতে আমিও ভালো আছি।
অবশেষে গত ৩০মে প্রকাশিত হয়ে গেল এস এস সি ও সমমান পরীক্ষার রেজাল্ট। আকাঙ্ক্ষিত ফলাফল পেয়ে অনেকেই বেজায় খুশি, আবার অনেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি।
যারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি আজকের পোস্টটি মুলত তাদের জন্য।