ABC Radio

Pages

Saturday, 5 September 2015

পেনড্রাইভের ধারণক্ষমতা বাড়ানো

তথ্যধারণের অন্যতম মাধ্যম পেনড্রাইভ। আকারে ছোট এ ডিভাইসটি দিয়ে সহজে তথ্য স্থানান্তরের সুবিধা থাকায় এটি বেশ জনপ্রিয়। তবে ধারণক্ষমতা তুলনামূলক কম হওয়ায় অনেক সময় বেশ জটিলতার মুখোমুখি হতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করে পেনড্রাইভের ধারণক্ষমতা কিছুটা বাড়ানো যায়।
অ-অ+
তথ্যধারণের অন্যতম মাধ্যম পেনড্রাইভ। আকারে ছোট এ ডিভাইসটি দিয়ে সহজে তথ্য স্থানান্তরের সুবিধা থাকায় এটি বেশ জনপ্রিয়। তবে ধারণক্ষমতা তুলনামূলক কম হওয়ায় অনেক সময় বেশ জটিলতার মুখোমুখি হতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করে পেনড্রাইভের ধারণক্ষমতা কিছুটা বাড়ানো যায়।
পেনড্রাইভ সাধারণত 'এফএটি' ও 'এফএটি ৩২' ফাইল পদ্ধতিতে চলে। ফলে এখানে ফাইল সংকোচন করার কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু 'এনটিএফএস' ফাইল পদ্ধতিতে এ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ পেনড্রাইভে 'এনটিএফএস' পদ্ধতি চালু করলে ফাইল সংকোচনের মাধ্যমে বেশ কিছু জায়গা খালি পাওয়া সম্ভব।
এ জন্য প্রথমে কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করিয়ে start স্টার্ট মেন্যু থেকে run-এ প্রবেশ করে cmd লিখে ok বাটনে ক্লিক করতে হবে।
এবার convert x:/FS:NTFS লিখে এন্টার চাপতে হবে।
এখানে x-এর স্থলে পেনড্রাইভটি যে ড্রাইভে আছে সেটির নাম বা অক্ষর লিখতে হবে।
এরপর MY computer-এ গিয়ে পেনড্রাইভ আইকনে ডান ক্লিক করে properties-এ প্রবেশ করতে হবে।
এবার compress drive to save disk space-এ টিক চিহ্ন দিয়ে ok করতে হবে।
তারপর যদি apply to sub folders and files অপশনটি চাওয়া হয় তাহলে ok দিতে হবে।

No comments:

Post a Comment