এস এস সি’র রেজাল্ট পুনঃমূল্যায়নের আবেদন করবেন যেভাবে
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভালো আছেন, আল্লাহ্র রহমতে আমিও ভালো আছি।
অবশেষে গত ৩০মে প্রকাশিত হয়ে গেল এস এস সি ও সমমান পরীক্ষার রেজাল্ট। আকাঙ্ক্ষিত ফলাফল পেয়ে অনেকেই বেজায় খুশি, আবার অনেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি।
যারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি আজকের পোস্টটি মুলত তাদের জন্য।
অনেক শিক্ষার্থী আছে যাদের মনেহচ্ছে যে তাদের পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, তাদের এক্ষেত্রে করণীয় হচ্ছে পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করা। এ ক্ষেত্রে আবেদন করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে।
এস এস সি'র রেজাল্ট পুনঃমূল্যায়নের আবেদন করবেন যেভাবেঃ
ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করা যাবে টেলিটক সিমের সাহায্যে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-
RSC<>1ST 3 LETTER OF BOARD<>ROLL<>SUBJECT CODE
যেমনঃ ধরুন আপনার বোর্ড হচ্ছে ঢাকা, রোল হচ্ছে 12345 আর আপনি যে বিষয়েয় ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করছেন সেটি হল বাংলা ১ম পত্র যার বিষয় কোড হচ্ছে ১০১। তাহলে আপনার মেসেজটি হবে নিম্নরূপঃ
RSC DHA 12345 101
এভাবে মেসেজ টাইপ করে সেন্ড করুন 16222 নম্বরে। একটি বিষয়ের অথবা একটি পত্রের জন্য চার্জ করাহবে ১২৫ টাকা।
মেসেজটি পাঠানোর পরে আপনাকে একটা মেসেজ দেয়া হবে যেখানে কত টাকা চার্জ করা হবে তা বলা থাকবে এবং একটি পিন নম্বর থাকবে। এরপর আপনাকে ঐ পিন নম্বর সহ আরেকটি মেসেজ পাঠাতে হবে 16222 নম্বরে। মেসেজটি পাঠাবেন নিম্নের পদ্ধতিতে-
RSC<>YES<>PIN<>ANY CONTACT NUMBER
যেমনঃ আপনার পিন যদি হয় 2525 আর মোবাইল নাম্বার যদি হয় 01600000000 তাহলে আপনার মেসেজটি হবে নিম্নরূপঃ
RSC YES 2525 01680000000
যেসকল বিসয়ে ২টি পত্র আছে ( যেমনঃ বাংলা, ইংরেজি। বিষয় কোডঃ বাংলা - ১০১ ইংরেজি - ১০৭) সেসকল বিষয়ের জন্য ২৫০ টাকা চার্জ করা হবে। যদি একসাথে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চান তাহলে একটা বিষয়ের পর কমা(,) দিয়ে আরেকটা বিষয় লিখতে হবে।
আশাকরি কারো কোন সমস্যা হবেনা।সমস্যা হলে কমেন্ট করবেন অথবা ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথে থাকবেন।
No comments:
Post a Comment