পেন ড্রাইভে windows 7 এবং xp এক সাথে মাল্টি বুটেবল পেন ড্রাইভ ডিস্ক তৈরি করার টিউটোরিয়াল
আজকে শেয়ার করছি জটিল একটা ট্রিকস, যদিও এটা অনেকেই জানেন তবে এত সহজ ভাবে কি জানতেন? যাই হোক, আজকে দেখাবো কিভাবে পেন ড্রাইভ কে বুটেবল এক্সপি ও সেভেন বানাতে পারবেন। তাহলে বার বার এক্সপি অথবা সেভেন এর সিডি কিনতে হবে না। পেন ড্রাইভ ই হয়ে যাবে আপনার এক্সপি এর সিডি।
আমরা আজকে মাল্টি ডিস্ক বানাবো সেটাই আবার বুটেবল ডিস্ক। তাও আবার পেন ড্রাইভে। তাও আবার একটি পেন ড্রাইভে থাকবে ২টি উইন্ডোজ…।। জটিল না? খুব ই সহজ ভাই। ৫মিনিট লাগবে মাত্র। চলেন শুরু করি।
যা কিছু লাগবে আপনার
* ৪জিবি সাইজের একটি পেন ড্রাইভ
* Windows 7 এর একটি DVD
* Windows XP এর একটি CD/DVD (পিসিতে থাকলেও চলবে)
মাল্টি বুটেবল windows 7 ও xp একসাথে
১। পেন ড্রাইভ প্রবেশ করুন পিসিতে এবং খুব ভালো করে পেন ড্রাইভ টি ফরম্যাট করে নিন
২। ডাউনলোড করুন WinSetupFromUSB Zip এখন ডাউনলোড শেষ হলে আনজিপ করে folder টি ওপেন করুন, রাইট ক্লিক করুন WinSetupFromUSB (.exe) ফাইলে এবং Run as administrator এ ক্লিক করুন।
৩। সফটওয়্যার টি ওপেন হলে নিচের ছবির তে মার্ক করা অপশন গুলো টিক মার্ক করুন।
# Removable
# Windows will be installed in \WINDOWS
খেয়াল করে দেখুন USB Disk Selection বক্স এ আপনার পেন ড্রাইভ টি আছে কিনা দরকার হলে refresh এ ক্লিক করুন ২/৩বার । এখনRMPrepUSB এখানে ক্লিক করুন।
৪। এখন RMPREPUSB ওপেন হয়েছে. নিচের ছবিতে দেখানো জায়গা গুলোতে ঠিক মত টিক মার্ক দেয়া জাউগা গুলো আপনিও টিক মার্ক করে দিন।
ক) প্রথম বক্স এ আপনার পেন ড্রাইভ টি থাকতেই হবে, খেয়াল করুন আছে কিনা।
খ) Boot Options এ সিলেক্ট করুন XP/BartPE bootable [NTLDR]
গ) File System ও OverRides section, এ সিলেক্ট করুন Boot as HDD (C:2PNST), এবং NTFS
ঘ) এখন File –> USB এ যান।
এখন ক্লিক করুন Prepare Drive বাটনে একটি মেসেজ বক্স আসবে ক্লিক Ok তারপর আবার Ok
৫। অপেক্ষা করেন বস যতখন এই লিখা না দেখা যায় “Operation Completed”.
৬। এখন PREPUSB বন্ধ করে দিন।
৭। প্রথমে XP CD/DVD এর সিডি ঢুকান পিসিতে. এখন WinSetupFromUSB ওপেন করুন, Browse এ ক্লিক করুন যেখানে লিখা আছে “Windows2000/XP/2003 Source” এখন windows xp এর CD/DVD যেই ড্রাইভে আছে সেই ড্রাইভে টা দেখিয়ে দিন অথবা যদি আপনার পিসির ভিতরে XP থাকে তাহলে সেটাও হবে। পিসির ভিতরে যেই ফল্ডারে আছে সেটা দেখিয়ে দিন।
৮। কাজ হয়ে গেলে উপরে ছবির GO ক্লিক করুন
এখন Ok দিন। এখন XP CD/DVD বের করুন সিডি রম থেকে এবং Windows 7 এর DVD প্রবেশ করান সিরি রমে।
৯। নিচের ছবি দেখুন এটা সিলেক্ট করুন “Vista/7 setup/PE/RecoveryISO” এবং browse এ ক্লিক করে Windows 7 installation ফোল্ডার টি দেখিয়ে দিন. তারপরে Go তে ক্লিক করুন। (ঘণ্টা খানেক সময় নিতে পারে। তাই ওয়েট করতে হবে, কনো কিছু বন্ধ কইরেন না)
১০। নিচের ছবির মতন Done লিখা আসলে বুঝে নিবেন কাজ শেষ হইছে।
১১। এখন আরেকটা জিনিস ডাউনলোড করুন এখান থেকে. আনজিপ করলে ২টি ফাইল পাবেন, menu.lst এবং winsetup.lst এই ২টা কপি করে পেন ড্রাইভে পেস্ট করে দিন। যদি পিসি আপনাকে বলে এই নামে ফাইল আছে তাহলেও রিপ্লেস করবেন অবশ্যই।
১২। বস, আপনার কাজ হয়ে গেছে এখন দেখুন বুট করলে ২টি অপশন দেখতে পারবেন। যেটা ইচ্ছা ইন্সটল করে নিন।
নোট: যখন Windows XP setup সিলেক্ট করবেন আপনি ২টি অপশন দেখা যাবে।
First part of Windows XP setup
Second part of Windows XP setup
প্রথমে আপনি Windows XP setup এর প্রথম পার্ট সিলেক্ট করবেন পিসি একবার রি স্টার্ট নিলে পরের বার ২য় পার্ট সিলেক্ট করবেন।
No comments:
Post a Comment