ABC Radio

Pages

Monday 16 September 2013

**Java মোবাইলে সফটওয়্যার ফাইল hide এর পদ্ধতি**

**Java মোবাইলে সফটওয়্যার ফাইল hide এর পদ্ধতি**

আজ আপনাদেরশিখাব কি ভাবে কোন সফটওয়্যার
ছাড়া আপনার মোবাইল এর ফাইল hide করবেন।
সকল java মোবাইলে এই পদ্ধতি ব্যাবহার
করতে পারবেন।
নিচের পদ্ধতি অনুসরন করুন।
পদ্ধতিঃ
* একটি ফোল্ডার তৈরি করুন
অথবা আগে থেকে থাকা ফোল্ডারও ব্যাবহার
করতে পারেন।
** এবার ফোল্ডারটি Rename করুন
যেকোনো নামে।কিন্তু extention টা .jad
দিবেন।
Example: Image Folder hide
করতে IMG.jad ।
*** এবার একই নামে আর একটি ফোল্ডার
তৈরি করুন .jar extention দিয়ে ।
Example: IMG.jar
**** .jad অরজিনাল ফোল্ডার এবং .jar
হচ্ছে visible folder যেটি ফাঁকা।
আপনার ঐ ফোল্ডারটি hide হয়ে যাবে।
unhide করতে .jar ফোল্ডারটি Remove
করে দিন। কাজটি একটি ফোল্ডার এর ভিতর
করলে ভাল হয়।

No comments:

Post a Comment